Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রেজিস্টার্ড ডাক্তার

চিকিৎসক বা ডাক্তার ( (ইংরেজিPhysician /Doctor) হলেন একধরণের স্বাস্থ্য সেবা প্রদায়ক (ইংরাজিতে হেলথ কেয়ার প্রোভাইডার), যাঁদের পেশা (অর্থাৎ চিকিৎসাবিদ্যা বা ডাক্তারী) হল শারিরীক বা মানসিক রোগ, আঘাত বা বিকারের নীরিক্ষণ, নির্ণয় ও নিরাময়ের দ্বারা মানুষের স্বাস্থ্য বজায় রাখা বা পুনর্বহাল করা। এঁদের মধ্যে কেউ যদি কোন বিশেষ প্রকারের রোগ (যেমন স্নায়ুরোগাদি, মধুমেহ, হৃৎরোগ ইত্যাদি) বা রোগী (যেমন শিশু, পোয়াতী, বৃদ্ধ ইত্যাদি) বা চিকিৎসাপদ্ধতির (যেমন স্নায়ুশল্যচিকিৎসা, ফিজিওথেরাপি ইত্যাদি) চর্চার প্রতি নিবীষ্ঠ হন তাঁদের সেই রোগ বা রোগীপ্রকার বা পদ্ধতির বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট বলা হয়। অন্যরা যাঁরা ব্যক্তিকেন্দ্রিক, পরিবারকেন্দ্রিক, জনগোষ্ঠীকেন্দ্রিক ইত্যাদি বিভিন্ন ভিত্তিতে, বয়স রোগ নির্বিশেষে, ক্রমান্বয়ে বা সর্বোতভাবে সাধারণ মানুষের নানারকম রোগবিকারাদির সাধারণ চিকিৎসা করে থাকেন তাঁদের জেনারাল প্রাক্টিসনার বলা হয়। চিকিৎসার সঠিক ব্যবহার শুধু চিকিৎসাবিজ্ঞানের বুনিয়াদি পঠনভিত্তিক জ্ঞানের উপরেই নির্ভর করে না, আরো নির্ভর করে এই বিজ্ঞানকে পরিশীলিতভাবে প্রয়োগ করবার ফলিত কলাবিদ্যায় পারদর্শীতার উপর।। চিকিৎসকরা স্বাস্থ্য সেবার অন্যান্য পেশাদারী ব্যক্তিদের (যথাঃ ঔষধশিল্পের সাথে জড়িত ফার্মাসিস্ট, নার্স, দন্তবিশারদ ইত্যাদি) সাথে নিবিঢ়ভাবে জড়িত।

অত্র ইউনিয়নে নিয়োজিত রেজিস্ট্রার্ড ডাক্তারের তালিকা নিম্নে দেওয়া হলো-

 

ক্রমিক নং

নাম

পদবী

মোবাইল

কর্মস্থল

ঠিকানা

০১

ডাঃ হরিপদ মজুমদার টুটুল

উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার

০১৭১২৬৯২৭৬৪

হাজিরপাড়া সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্র

গ্রাম-শিবপুর,পো-কেরামতগঞ্জ,উপজেলা-সদর,জেলা-লক্ষ্মীপুর।

০২

ডাঃ মোঃ শহিদ উল্যা

উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার

০১৭১৩১০০০১৯

হাজিরপাড়া সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্র

গ্রাম-দেওপাড়া,পোঃ-চন্দ্রগঞ্জ,উপজেলা-সদর,জেলা-লক্ষ্মীপুর।

০৩

আনোয়ার শিরীন

উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার

০১৮১২৬৪৮৫০৬

হাজিরপাড়া সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্র

গ্রাম-হরিপুর,পোঃ-বানঞ্চা বাজার,উপজেলা-চাটখীল,জেলা-নোয়াখালী।