১৯৯২-১৯৬৩ইং সনের পূর্বে ৩টি ইউনিয়ন নিয়া গঠিত ছিল,৯নং দত্তপাড়া ইউনিয়ন ।১৯৬২ -১৯৬৩ইং সনের পরে উক্ত ৯নং দত্তপাড়া ইউনিয়ন ভেঙ্গে ৩টি ইউনিয়ন হয়। ১.১১নং হাজিরপাড়া ২.৯নং উত্তর জয়পুর,৩.১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন নামে পরিছিত লাভ করে।হাজিরপাড়া ইউনিয়নের নাম করন করা হয় উক্ত ইউনিয়নের সেন্টার একটি বাজার ছিল,বাজারের নাম ছিল হামিদিয়া মিয়ার বাজার।হামিদ মিয়ার বাজারের নাম করন করা হয় মিয়া খান বাহাদুর আজিজ উল্যার পিতার নাম ছিল হামিদ মিয়া উক্ত হামিদ মিয়ার সম্পত্তির উপর ছিল বাজারটি তাই উক্ত বাজারের নাম ছিল হামিদ মিয়ার বাজার। উক্ত বাজার এলাকায় ছিল অসংখ্যা হাজি তাই ঐ স্থানের নাম করন হয় হাজির পাড়া গ্রাম।ঐ গ্রামের আয়তন ও জন সংখ্যা, শিক্ষীত লোক জন ছিল বেশি।তাই ঐ গ্রামের নাম করনের উপর বৃত্তি করে উক্ত উনিয়নের নাম করন করা হয় হাজিরপাড়া ইউনিয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস